এ বেলায় হারিয়ে গেলে‚
ক্ষতি কি?
পরের বেলায় তুমি তো আছো‚
খোঁজ নেবার জন্য।


বাড়ির পেছনে বকুল ফুলের মালা গুঁজে
থাকা, কবরখানা ছুঁয়ে দিও।
বড্ড অভিমান হবে?
হারিয়ে যাবার আগে যে, কোনো বার্তা দেয়নি—


এ জন্মে যেটা পারো নি‚
সেটা ও জন্মে পারবে না?
বলতে পারবে না‚
তুমি যে আমায় ভালোবাসো!


পরের জন্ম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।