বহুকাল হেঁটে পেয়েছি তার দেখা,
চাঁদ বরন মুখ, ঔষ্ঠে অস্পষ্ট হাসি।
না প্রেম নয় এবার হোক বিয়ে! হ্যাঁ বিয়ে!!
সানাইয়ের সুর বাঝে মনে, হৃদয়ে আনন্দ।


নিজের স্বপ্ন বুনে তারি কাঁকন,
সজীব সুরে মিলিয়ে মিশে গেছে জীবন।
প্রেম নয়, এবার বিয়ে, একটা নতুন যাত্রা,
মিলন-মোর প্রতিচ্ছবি তোমার সাথে আমার।


জলপরী মতো চেয়েছি তার দর্শন,
সপ্তসাগর পেরিয়ে একা একা করেছি যাত্রা।
প্রেমের নয় বিয়ে ,
চাঁদ বরন মুখো, দেখি তোমার হাসির অভিসার।


সানাইয়ের সুরে ভাসায় আমার মন,
তোমার প্রেমে, তোমার বিয়ে, তোমার সাথে যে জীবন।
তুমি আমার আঁধার, তুমি আমার আলো,
তোমার সাথে বিয়ে, এবার হোক আমার চাওয়া।


তাই বলো, তুমি কি আমায় বিয়ে করবে?
এই বাঁধন, এই সাগর, এই প্রেমের নৌকা।
না প্রেম নয় এবার হোক বিয়ে! হ্যাঁ বিয়ে!!
সানাইয়ের সুর বাঝে মনে, প্রেমের এই ছোঁয়া।


প্রেম নয় বিয়ে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য