সে চলে যায়,
তাও অবেলায়;
নিঃসঙ্গ দিন,
নিঃসঙ্গ রাত,
সে কি হা-হুতাশ-
না পাওয়া ব্যাথা
মনে থাকে কথা।


ব্যাথায় কথায় মিলে হয় একাকার
আমি কার? কে আমার?
প্রশ্ন থাকে মনে।
তবুও হয় না দেখা-
অবেলায় যে গেছে হারিয়ে
বহুকাল অপেক্ষায় আছি;
তবুও অপেক্ষার হলো না শেষ ।


প্রশ্ন থাকে মনে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য