বাঁচবার সাধ নাহি হায়-
শান্তি পেতে চাই মরে।
যদিও জীবন কেটে গেছে
পাপ করতে অবিরত।


শান্তি নাই, শান্তি নাই-
তবুও বাঁচিবার সাধ নাই আর।
জীবনের মানে খুঁজতে খুঁজতে -
সীমাহীন পাপের রাজ্যে গিয়েছি ডুবে।
তবু সুখ নাহি পাই।


সাজানো-গোছানো জীবন
আজ হয়ে গেছে বিলীন।
সুখী হতে গিয়ে -
আজ হয়েছি দুঃখী।