একাকী বৃক্ষ, মাঠের মাঝে,
তার ছায়ায় বিশ্রাম নেয়,
পাখি, প্রজাপতি, পোকামাকড়।


শাখায় শাখায় ফুটেছে ফুল,
লাল, হলুদ, সবুজ,
রঙে রঙে মোহিত করে,
দূর থেকে আসা মানুষ।


ছোট্ট ঘর, বৃক্ষের নীচে,
কৃষকের বাসস্থান,
কঠোর পরিশ্রম করে সে,
খেতে ফসল ফলায়।


সূর্যের আলো, বৃষ্টির জল,
পুষ্পিত করে বৃক্ষ,
মাঠের মাঝে, একাকী বন্ধু,
সকলের প্রিয় আশ্রয়।


শিরোনামহীন বৃক্ষ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য