আজি দুপুরে সূর্য উঁকি দিলো
মধ্য আকাশে,
শীতের হাওয়ায় কনকন
হিম জমে তুমি হীন গৃহে।


চোখের সামনে কেমন যেন
এক অজানা আঁধার,
মনে হয় যেন ভেসে যাচ্ছি
আকাশের সীমানা ছাড়িয়ে।


শীতের তীব্রতায়
হাড় কাঁপছে,
বুকের মধ্যে কেমন যেন
এক অজানা ভয়।


মনে হয় যেন আমি
এক নিরুদ্দেশ পথিক,
যে হারিয়ে গিয়েছে
এই শীতের তুফানে।


তুমি হীন গৃহে
শীতের কনকনে শীতের মধ্যে
কখনো কি ভাবো
আমার এই কষ্ট?


তুমি কি জানো
আজ আমার মন কতটা ভারাক্রান্ত,
আমার চোখের কোণে
কতটা জল জমে আছে?


শীতের দুপুর - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য