জীবিত থাকতে কেউ দেখে না -
মরলে কেনো এত কান্না।


কত যে মরছে ধুঁকে ধুঁকে -
দেখেনি তো কেউ চেয়ে চোখে।


দেখলুম সেদিন এম্বুলেন্স করে
যাচ্ছে শব দেহ -
সাথে কত আহাজারি।


কত যে লোক গিয়েছেন দৌড়া-ই -
দেখতে তাহার মুখ।
অথচ একদিন আগেও
নেয়নি তাহার খুঁজ।


জীবন নদীর মোহনায়
একটুখানি সুখের আশায় -
কতজনের মন রক্ষা।
তবুও আফসোস থেকেই যায়
সুখ নাহি খুঁজে পায়।