কথা :তুমি খুব রোমান্টিক।
কবি:আমি আর রোমান্টিক?
হা হা হা।
কথা:হাসছেন কেনো?
নিজের লেখা কবিতা পড়েছেন কখনও?
কবি:লিখি যেহেতু পড়া তো হয় অবশ্যই।
কথা:উহু পড়েন না।
কবি:আমি কবি, লেখা ও পড়া আমার কাজ।
কথা:যতটা আবেগ দিয়ে লিখেন ততটা আবেগ দিয়ে পড়েন না।
কবি:কথাটা ঠিক।
কথা:কবিরাই রোমান্টিক হয় বেশি।
কবি:সেটা ঠিক নাও হতে পারে।
কথা:তাহলে বলো তুমি কেন রোমান্টিক না?
কবি:আমি রোমান্টিক নই, বরং আমি একজন স্বপ্নবীণ।
কথা:স্বপ্নবীণ! কেমন স্বপ্ন দেখো?
কবি:দেখি সুন্দর এক পৃথিবীর স্বপ্ন,
যেখানে থাকবে না দুঃখ, থাকবে না কষ্ট।
কথা:তোমার স্বপ্ন সত্যি হবে?
কবি:হবে, অবশ্যই হবে।
কথা:তুমি কিভাবে জানো?
কবি:আমি কবি, আমার বিশ্বাস আছে।
কথা:তোমার বিশ্বাসের জন্য তোমাকে ভালোবাসি।
কবি:আমিও তোমাকে ভালোবাসি।
(কবি ও কথা দুজনেই হাসে)


স্বপ্নবীণ কবি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য