সূর্যমুখী নয়ন তারা,
আমি তোমাকে চাই।
তোমাকে চাওয়া কি অপরাধ বলো ?
ভালোবাসাতে পারি না আমি।
তোমাকে একটিবার দেখবো বলে
যান্ত্রিক জীবন ছেড়ে চলে আসি,
আমাদের গ্রামে, যেখানে তুমি থাকো।  
আমার ভালোবাসায় খাদ নেই,
জানো তুমি?
ভালোবাসি তো বিয়ে করবো বলে,
বুঝনা তুমি?
শত অবহেলা-অবজ্ঞা করো জেনেও
আমি বারংবার তোমার কাছে ছুটে আসি।
চেষ্টা করেও পারি না যে ভুলতে,
এ কি আমার পাগলামি নাকি ভালোবাসা?
তুমি কি বুঝতে পারো না?
শত অবহেলা শেষও আমি তোমাকেই চাই,
তুমি যে আমার সূর্যমুখী নয়ন তারা।


________________
সূর্যমুখী নয়ন তারা কাব্যটি আমার বন্ধুরব গাজী মাজহারুল ইসলাম কে উৎসর্গ করলাম। তার আকাঙ্ক্ষিত মানুষ কে যেন ফিরে পায় এই কামনা করি রাব্বুল আলামিনের নিকট করি। পরিশেষে সকলে ভালো থাকুক সকল প্রিয়জনদের নিয়ে যাকে তারা মনেপ্রাণে চায়।