সুপ্তি, নামটি উচ্চারণে যেন
ভোরের শিশিরে ভেজা কোনো ফুলের পাপড়ি,
নরম, নিঃশব্দ, তবু অন্তরে বাজে —
এক অনন্ত মায়ার জাদু।

তোমার চুলের ভাঁজে সন্ধ্যা নামে,
দৃষ্টি জলে সাঁতার কাটে কোনো অচেনা ব্যথা।
তুমি হাঁটলে, যেন পৃথিবী কিছুটা ধীরে চলে —
আলো আর ছায়ার মাঝখানে এক অনির্বচনীয় স্থিরতা।

সুপ্তি, তুমি কি জানো?
তোমার মৌনতা কতটা উচ্চকণ্ঠ!
তুমি না বলেও বলে ফেলো অনেক কথা,
আর আমি হারিয়ে যাই সেই অজানা ব্যাখ্যায়।

তোমাকে ঘিরে লেখা যায় শত কবিতা,
তবু মনে হয় কিছুই বলা হয়নি ঠিকঠাক —
তুমি বুঝি সেই অনুভব,
যে কেবল হৃদয়ে বাজে, শব্দে নয়।

© মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
(২৩ শে জুন ২০২৫)
লেখক নিবন্ধন নম্বর: 6383805489940
এই সাহিত্যকর্মটি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে নিবন্ধিত।
লেখকের লিখিত অনুমতি ব্যতিরেকে এর যেকোনো অংশ ব্যবহার আইনত দণ্ডনীয়।
সৃজনশীলতাকে সম্মান করুন।
#কাব্য