চায়ের কাপে উড়ছে ধোঁয়া,
সকাল বুঝি বলছে কথা!
তুমি এসো ধীর পায়ে,
মনের কোণ আছে যথা।


ব্যালকনি জুড়ে নরম হাওয়া,
গরম চায়ের উষ্ণ ধোঁয়া।
উষ্ণতায় চায়ছে এই মন,
তোমার একটু আলতো ছোঁয়া।


এসো একটু আশা দিয়ে,
একটু সুখ একটু ভরসা নিয়ে।
মনের সমুদ্রে এসো নাও,
স্বপ্নের পুলক জগিয়ে দিয়ে।


কবিতার বানী সুন্দর করে,
মন আনন্দে পূর্ণ হবে।
চায়ের কাপে উড়ছে ধোঁয়া,
সকাল বুঝি বলছে কথা।


চায়ের কাপে ভালোবাসা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য