জীবনপথে চলতে চলতে হোঁচট খাবে
সমালোচনার লোকজন অনেক পাবে
তাতে কি জীবনের কিছু আসবে-যাবে!


সুখদুঃখের আসরে; গাও জীবনের গান
জীবন তো একটাই খোদার সর্বশ্রেষ্ঠ দান
টক-মিষ্টি-ঝালে জীবন পাতা ভরে থাক।


না চাইলেও জীবনে অনেককিছুই পাবে
জীবনের উঠোনে জয়-পরাজয় আসবে
দেখতে পাবে নানান মানুষের মেলা।


নির্মল সুন্দরের অভিষেক হোক;
প্রতিটি মানুষের প্রতিটি নতুন সকালে।
ভোরের অমল নিঃশ্বাসে প্রতিটি মানুষ
পাক শান্তির সুবাতাস।


শেষ ভালো যার সব ভালো তার'
এমনটি না বলে অন্যভাবে বলি।
শুরু যার ভালো‚ সারাদিন তার আলো।
যদি আমরা বিশুদ্ধ মন নিয়ে চলি।



শুরু যার ভালো সারাদিন আলো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য