তুমি উপদেষ্টা—নাকি ক্ষমতার বন্দুকধারী রাক্ষস?
তুমি তো সাদা কোটে কালো বুলেটের পৃষ্ঠপোষক,
বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ে
তবু হইলে নির্দোষ—
কারণ তুমি নামক গোত্রের লোক!
তুমি যে "অ্যামোনেশন ম্যাগাজিন" তুলে এনেছো—
তা কোনো পত্রিকার পাতা নয় ভাই,
তা হলো মৃত্যুর পণ্য, আগুনের ঠোঁট,
বুলেট ভর্তি পিস্তলের মুখ—
আর তুমিই তাকে নিয়ে উঠো
প্রধানমন্ত্রীর বিমানে!
তুমি প্রমাণ করেছো—
এই দেশ, এই সরকার, এই তথাকথিত মুক্ত সাংবাদিকতা—
সব একজোড়া মোটা প্রভাবের তলদেশে
চুপসে পড়ে নিঃশব্দ।
ঢাকা পোস্টও ভয় পায়
তোমার কলার—তোমার ফোনকল—তোমার চক্র!
একদিন কৃতজ্ঞতা ছিলো তোমার প্রতি,
আজ তুমি সেই কৃতজ্ঞতাকে গুলি বানিয়ে
বিরোধীদের বুকে ঢোকাও।
তুমি যদি অপরাধ না করো—
তবে সংবাদ কেন নামিয়ে ফেলো?
তুমি কি জানো না—
গণমাধ্যমের উপর আঘাত, জনগণের গালে চড়!
তুমি আজ বীর—
কিন্তু কাল ইতিহাস তোমার নাম নিবে না,
কারণ তোমার আঙ্গুলে বারুদের গন্ধ
আর তোমার মুখে মিথ্যার মেকআপ।
আমি এক বিদ্রোহী কবি—
না ক্ষমতার, না দলে,
শুধু বিবেকের প্রতি দায়বদ্ধ।
তোমার বিচার হোক মানুষের আদালতে,
না হলে—ইতিহাস তোমাকে ক্ষমা করবে না।
---
© মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
(২৯ শে জুন ২০২৫)
লেখক নিবন্ধন নম্বর: 6383805489940
এই সাহিত্যকর্মটি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে নিবন্ধিত।
লেখকের লিখিত অনুমতি ব্যতিরেকে এর যেকোনো অংশ ব্যবহার আইনত দণ্ডনীয়।
সৃজনশীলতাকে সম্মান করুন।
#কাব্য