তোমাকে প্রতিদিন দেখি
কিন্তু তোমার কিছুই চিনি না‚
পুরোনো শহরের মতো-
বারবার হারিয়ে যাই!
অচেনা অতৃপ্তিতে।


তোমাকে প্রতিদিন দেখি
কিন্তু তোমার কিছুই জানি না‚
গভীর অরণ্যের মতো-
অচেনা সব শব্দে গা ছমছম করা!
পাহাড়, নদী, উপত্যকা, ঝরনা ঝিরির মতো
ম্রীয়মান লাগে।


তোমাকে প্রতিদিন দেখি
কিন্তু আমি কিছুই বুঝি না‚
অসীম সাগরের মতো-
এই বুঝি গিলে খেলো সবটা!


তোমাকে দেখা আমার সাত জন্মের স্বাধ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য