তোমাকে দেখে যাব  অনন্ত কাল
তবুও দেখার সাধ নাহি মিটবে।


তোমাকে দেখে যাব
প্রভাত ও নিশিতে।


তোমাকে দেখে যাব
বোমারু বিমান উড়া শংকিত শহরে।


তোমাকে দেখে যাব
পৌষের শীতের সকালে, চৈত্রের খরায়।


তোমাকে দেখে যাব
নজরুলের আনন্দময়ীর আগমনে।
রবি ঠাকুরের অনন্ত প্রেমে।


তোমাকে দেখে যাব
জীবনানন্দ দাসের বনলতা সেন এ।
তোমাকে দেখে যাব
রবিশংকরের সমস্ত আলাপে।


তবুও তোমাকে দেখার সাধ নাহি মিটে।