তুমি এসে ছিলে নব নব সাজে-
পশ্চিম থেকে পূবে।
প্রভাতের সূর্য্য উদীয়মান ঘন কুয়াশা ;
একগুচ্ছ গোলাপের সাথে প্রথম দেখা,
দুর্ব্বা ঘাসে ঝরে পড়া অশ্রু -
তোমার প্রতি আকুল।


তুমি এসেছিলে প্রবাহমান জীবনের ক্ষনকালে;
সমুদ্রের কলস্রোতে গিয়েছি আমি বহু আগে,
কোকিলের কূজন কিশোরের কন্ঠে জড়তা -
তোমার আসার প্রতীক্ষায় এই হয় নিবেদন।


তুমি এসেছিলে প্রান্তর হতে বিশুদ্ধ বায়ু;
দীর্ঘশ্বাসে ছুটে চলা চঞ্চল মুক্ত প্রাণ,
শূন্যের বুকে দাঁড়িয়ে পৃথিবীতে জানাই
হৃদয়ের অতল থেকে -
তোমাকে সালাম।