সময়ের মুখোমুখি দাঁড়িয়ে -
আজ তুমি আমি।
তোমার সাথে দেখা হবে ভেবে -
পথের ধারে কাটাতাম সারাবেলা।
পাশ কেটে যেতে তুমি করে অবহেলা।


শুনেছি তুমি আছো বেশ!
চারপাশে প্রিয়জনদের আনাগোনা।
তবে কেনো দেখি তোমায় -
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
হচ্ছ শেষ...


ছেড়ে গেলে তো নিজের ইচ্ছে -
কতশত অপবাদ দিয়ে।
তবে কেনো পিছু ডাকো-
কলংক ভারি করতে বেশ!


এখনও কেনো মোড়ের ওইপাশে -
দাঁড়িয়ে তুমি ডাকো আড়ে আড়ে।
তাকিয়ে কেনো থাকো তুমি-
অপলক দৃষ্টি আমার দিকে।