তুমি এসেছিলে
বসন্তের নব পুষ্পে।
একরাশ ভালোলাগা নিয়ে
নব প্রভাতে।
আগমনী গান গেয়ে ছিলো কোকিল
মধু মূদু স্বরে।
ওষ্ঠে তোমার মধুর হাসি
বাকা নয়নে চাহনি।
হ্রদ মাজারে বিরাজ করে
অদ্ভুত এক স্পর্শ।
হাতে চুড়ি
কানে দুল
খোঁপায় বেঁধেছিলে জবা ফুল।
তোমার দিকে দৃষ্টি আমার
চোখে ছিলো কাজল তোমার।
পায়েতে নুপুর
তখন ছিলো দুপুর।
ধূসর দিগন্ত উন্মোচিত আকাশ।