তুমি বরং এসো -
স্নিগ্ধ ভোরের কোমল পরশে,
অলস দুপুরে ঘুমের আবেশে-
গোধূলি বিকেল কিংবা সাঁঝে.!


তুমি বরং এসো শীতের সকালে -
তোমাকে দেখে আধার শেষ যেন সূর্য উঠে।
তুমি বরং এসো রক্তিম লাল আভায়-
যেনো তোমার সুন্দর্যৈ ফুটে উঠে ধরনি।
আকাশ, বাতাস।


তুমি বরং এসো -
প্রচন্ড গরমে কিংবা তিব্র শীতে।
প্রতিটি ক্ষণে প্রকাশ্যে কিংবা গোপনে।


তুমি বরং এসো শরৎতে বৃষ্টি ঝরা বিকেলে-
তোমাতে বিমোহিত হোক সারা বিকেল।
তোমার রূপের কাছে হার মানে বিকেল এর সুন্দর্যৈ।


তুমি বরং এসো টিপটিপ পায়ে -
ভিজা কাঁদা রাস্তায় লাল ওড়না গায়ে।
তোমাতে যেন বিলিন হয়ে যায় সকল ধোঁয়াশা।