তুমি কি ফিরবে?
চিরচেনা রূপে -
হাতে  হাত রেখে হেঁটে চলা
রমনা,শাহবাগ, পরীবাগ।


তোমার কি মনে পড়ে?
বৃষ্টিস্নাত বিকেলে টিএসসির মোড়ে কত হইচই।
মনে পড়ে তোমার?
সন্ধ্যায় রিক্সা করে ঘুরাঘুরির সেই মুহূর্তগুলো।
চমকপদ ভাবে রাস্তার দু ধারে সোডিয়াম লাইট গুলো জ্বলে উঠতো।
তাই-না?


তুমি কি ফিরবে?
না-কি তুমি আর ফিরবে না?


মিছে ভাবনায়,
কত বিরহ যাতনা তোমার লাগি।


গুনগুনিয়ে ভ্রমর  চলে, মৌমাছি গান গায়।
তোমার ফিরবার অপেক্ষায় উদাসীন মন যে হায়।


ফাগুন আমায় বিভোর করে -
আক্ষেপ থাকে মনে।
তুমি কি ফিরবে??