মৃত্তিকা বুকে শয্যাশায়ী-
মৃত্তিকা নাকি মমতাময়ী?
দেহখানি যায় মৃন্ময়ী -
আজ সেই কল্যানময়ীর স্পর্শ।


রেখেছ তাহারে আকীর্ণ আলিঙ্গনে -
উদার চিত্তে সসম্মানে,
সুযোগ দিয়েছ এ প্রাঙ্গনে-
কুহেলিকা আবাগাহনে।


নিত্য দিনের নিত্য কাজ,
কনকন বায়ুর প্রতিটি ভাঁজে -
ভোর হতে সেই তিমির সাঁঝে,
পরে শূন্য আঙ্গিনার মাঝে।


হঠাৎ এ অবহেলার দেশে,
উত্তরী গায়ে সু-কবি এসে,
শিশির সিক্ত বিহঙ্গ বেশে
বিমোহিত হাসি হেসে।


কবির সামনে যুক্ত কর -
মুগ্ধ দৃষ্টে হেসে
বললেন, 'তুমি সুন্দর! '
আর সুন্দর হলো সে।