আমাকে ধ্বংসের জন্য আমিই দায়ী,
যখন একটু বড় হয়েছি প্রকৃতির বিপরীতে নিজে সেজেছি,
অশিক্ষা গোঁড়ামিতে আবদ্ধ হয়েছি।


যখন একটু বড় হয়েছি-
যৌবনে রাখলাম পা, ডুবে গেলাম কামবাসনায়।
অজানা অভিজ্ঞতা পাওয়ার জন্য কত রম্য কৌশল,
ভালো লাগা ভালোবাসা হলো এক,আমি হলাম ধ্বংস।


ভিটে বাড়ি ছেড়ে হলাম কাঙ্গাল
এখন নুন আনতে পান্তা শেষ;
প্রতিনিয়ত নিজের সাথে হয় যুদ্ধ,
অপরিকল্পিত জীবনে,
অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা,
তবুও হেরে যাই দিতে গিয়ে ভুলের দাম।


অপরিকল্পিত জীবন - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য