ভাবি দিলো বড়ই আচার,
টক মিষ্টি ঝাল,
খেতে লাগে মজাদার,
মুখে লাগে হাসি।


বড়ই আচারের ঝাল,
টক মিষ্টি স্বাদ,
খেতে লাগে মনে হয়,
স্বর্গের সুধা।


বড়ই আচারের গুণ,
অনেক আছে,
খাওয়া স্বাস্থ্যের জন্য,
খুবই ভালো।


বড়ই আচার খেয়ে,
শরীর হয় সুস্থ,
রোগ বালাই দূর হয়,
জীবন হয় সুখ।


ভাবি দিলো বড়ই আচার,
খুবই ভালোবাসা,
ভাবি আমার খুব ভালো,
ভালোবাসার মত।


ভাবি দিলো বড়ই আচার - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য