ইদানীং সব ভুলে যাওয়ার উপক্রম হয়েছে,
মুহূর্তের মধ্যেই সব ভুলে যাচ্ছি।
মনে রাখার চেষ্টায় যতই ঘুরে বেড়াই,
স্মৃতির পাতায় শুধু অস্পষ্ট ছায়া দেখি।


চেনা জিনিসগুলো অচেনা মনে হয়,
নাম ভুলে যাই প্রিয় মানুষের।
কথার মাঝখানে থেমে যাই হঠাৎ,
কি বলতে চেয়েছিলাম, ভুলে যাই সবদিক।


এই ভুলে যাওয়ার রোগে কেমন ভয় পাই,
আতঙ্কে কেঁপে ওঠে মন।
ভবিষ্যতের কথা ভেবে ভয় হয়,
কি হবে আমার এই অবস্থান।


কোনো দিন কি সব ভুলে যাবো?
নিজেকেও কি ভুলে যাবো?
এই ভাবনায় কেঁপে ওঠে দেহ,
মনে হয় থেমে যাবে জীবনের স্পন্দন।


আশার আলো খুঁজি, কোনো পথ দেখি না,
শুধু অন্ধকারে ডুবে যাচ্ছি।
আল্লাহ! তুমিই দাও আমায় সাহস,
এই ভুলে যাওয়ার রোগ থেকে মুক্তি দাও।


ভুলে যাওয়ার উপক্রম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য