যারে না দোখিলে প্রাণে মরি
যে মনে না আসে তারে কি করি?
পথ চলার সাথে বন্ধু হয়ে
সঙ্গে না থাকলে কেমন হয় হারি?


জীবন চলে সময় কেটে যায়
যে স্মৃতি তার সঙ্গে থাকে না কারে পায়?
মনে রেখো তাকে সদা সাথে
একা থাকলে সে কি আপন করে কাঁদে থাকে?


যেন সে আমার কাছে আছে সদা সাথে
সাথে থাকলে সে তোমার মনে বন্ধু সঙ্গে
যেন সে কখনও থাকে না একা
মনে রেখো সে তোমার পাশে কখনও না চলে যাক সেপাশে।


যারে না দোখিলে প্রাণে মরি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য