আমি সদায় ভাবতে থাকি
মনের বয়স কত
মন কেন হয় পাগলপারা
আমার বয়স বাড়ে যত।
কৈশোরেতে মনের বয়স
শৈশবেতে ছিল
যৌবন আজ পেরিয়ে এসেও
কৈশোরে রয়ে গেল।
মাঝে মাঝে হারিয়ে যে যাই
শৈশব আর কৈশোরে
বয়স কিন্তু কমছে না আর
বাড়ছে সমস্বরে।
বয়স নিয়ে তর্কে মাতি
আমি সবার ছোট
দেখতে আমি এমন হলেও
বয়স আর হবেই কত।
যৌবনে চুল পাক ধরেছে
ভাজ পড়ে কপালে
দেখতে আমায় লাগে কেমন
প্রশ্ন যে মন করে?
মনটা আমার যৌবনতে
রয়ে গেল সদাই
দেখতে আমি এমন হলেও
বয়স আমার নাই।
আবেগ গুলো সবে সবে
দিয়েছে মনে নাড়া
মনটা আমার রসে ভরা
বয়সে ভার চেহারা।
মনের তো আর হয়না বয়স
সেতো অমলিন
চেহারার ছাপ দেখেতো
বয়স বোঝা কঠিন।
দেখতে আমি হইনা যেমন
হোকনা বয়স যাই
মনটা আমার ঘোরে ফেরে
পচিঁশের কোঠায়।
   *****