হাসতে সেদিন মানা ছিল
তবু ফুরায়নি মুখে হাসি
কারণে আর অকারণে
হাসতাম রাশি রাশি।
পড়শি কত দিয়েছে বকা
স্কুলে খায়ছি মার
তবু হাসি বাধ মানেনি
মানেনি তো হার।
হাসতাম তখন পড়ার ফাকে
হাসতাম খেলার ছলে
ছিলনা মজার কথা তবু
হেসেছি কথা বলে।
কারণ ছাড়া হাসতাম সেদিন
অল্পতে ছিলাম খুশি
হাসির ভারে পেট ধরেছে
হয়েছি যে দোষী।
সেই হাসি আজ কোথায় গেল
খুজে ফিরি তারে
বছর কাটে সেই হাসি আর
আসেনা মোর দ্বারে
কি ভেবে আজ আকুল প্রান
দুংখে কাটে বেলা
হাসি বুঝি অভিমানে
করছে অবহেলা।
সেই হাসিকে খুজতে থাকি
আমি মনের ঘরে
কোথায় গেলে পাবো তারে
বলবো আমি কারে?
সেদিন কোথায় হারিয়ে গেল
হাসতে নেই আজ মানা
কেন আজ সে দেয়না ধরা
সে কথা অজানা।
হাসি তুই আছিস কোথায়
চাই আজ ফিরে তোরে
এখন আবার আগের মত
অকারণে হাসতে ইচ্ছে করে।