তাঁর কাছে আমাদের দাবী ছিল শুধু একটু পানি,
দিয়েছে সে ক্ষতিকর জল- শিলা! কিভাবে মানি?
গণতান্ত্রিক হৃদয়, সামাজিক মূল্যবোধের অভাব ...
এ দেশের চারদিকে দেখা যাচ্ছে সাপ আর সাপ!

সাম্রাজ্যবাদী-ধনতান্ত্রিক দেশ হতে এসেছে মেঘ,
নীরদেই বেড়ে গেছে গোলা-বারুদ,পবনের বেগ!
যুদ্ধ মানব জীবনে আসলেই বড় এক অভিশাপ...
বিশ্ব পাচ্ছে শান্তিতে পুরস্কারের বড় পাগল বাপ?

.