এসো হে পল্লীর নব বসন্ত এসো বয়ে যাও এ প্রাণে
যদি দাও ব্যাকুলতা শুনাব গুপন কথা
মনের যত তৃষ্ণা গাঁথা পরাব তোমায়,
এসো বয়ে যাও এ প্রাণে সু' নিঃশ্বাস নেব আমি তোমার ফুলের ঘ্রাণে।


ইচ্ছে করে উদার আকাশের নিছে চন্দ্রীমার মুখরিত তারকাদের ভীড়ে তুমি কাঁশফুলের
নরম পরশ দিয়ে যাও, এসো হে পল্লীর নব বসন্ত
এসো বয়ে যাও এ প্রাণে, সু' নিঃশ্বাস নেব আমি তোমার ফুলের ঘ্রাণে।


এসো চঞ্চল গতিহারা চন্দন শ'ম সুভাস লয়ে
কাননের রাগান্বিত নবজাগ্রত ফুলের
প্রেম'মালঞ্চে গাঁথা নিশীতের
অভিমান ভরা প্রেম বার্তা লয়ে,
সু' নিঃশ্বাস নেব আমি তোমার ফুলের ঘ্রাণে।


মাতাল হাওয়ায় পুষ্প ভরা চাঁদর বিছায়েছে,
ধরনী উত্তাল প্রেমের উল্লাসে,
ওগো কার সখাঁ'র মন'বীনা  মর'মরিয়া বাঝে।
পল্লীর নব বসন্ত দুয়ারে দুয়ারে দেয় হানা
নিঃশ্বাসের বিশ্বাস শুধু ফুলের ঘ্রাণে'ই আনে।।