নদীর ওপারে শুখনো বালুচর,
মনে হয় সেথা দারীয়ে আছে-
আমার শেখ মুজিবর।
নদীর তীরে শষ্যের ফুল
হাসে বারে বারে,
মনে হয় সেথা হাসছে-
আমার শেখ মুজিবুরে!
ঐ তো দেখি পাল উরিয়ে
যাচ্ছে নৌকারে,
মনে হয় সেথা পারি হচ্ছে-
আমার শেখ মুজিবুরে।
যেখানে দেখি হাজারো মানুষ
বসে আছে নিরবে,
মনে হয় সেথা দিচ্ছে ভাষণ
আমার শেখ মুজিবুরের।
তাঁহার ভাষণের সুর সেটায়;
“এবারের সংগ্রাম
আমাদের মুক্তি সংগ্রাম
এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম!”