করিয়াছি যুদ্ধ আনিয়াছি জয়,
মাগো তোমার যে আর নেইতো ভয়|
তোমার মাটি করিতে মুক্ত-হারিয়েছি বড় ভাই,
সেই যুদ্ধে ভাতুষ্পুত্র কাদিয়াছে যে ক্ষুদায়|
ক্ষুধার্থ সেই শিশুটি ওরা মারিল গাছেতে জুলাই,
তাই দেখিয়া ভাবিজান আমার-মরিল যন্ত্রনায়|
বড় আদরের বোনকে ওরা-কুত্তার মত কামড়ায়,
তবুও তুমি হার মানোনি-দিয়েছো যুদ্ধে আমায়|
যুদ্ধের মাঠে হারালাম পা ছোট্ট গ্রেনেড় গুলাই,
অসীম ত্যাগের বিনিময়ে ওরা-বলিল তোমার জয়|


এমন জয় দিয়েছি তোমায়-দেখিয়া নয়ন ভরে জলে,
একের তোরে অন্যে নয়-সবে নিজের স্বার্থে চলে|
পথঘাট যেন বন্ধ রয়েছে দুষ্টু যুবকের কারাগারে,
নিজের বোনকে করিতেছে উত্ত্যক্ত-অন্যকে মনে করে|


দেশপ্রেমী যুব থাকছে না আর-হারিয়ে যাচ্ছে দেশা,
যুবকের হাতে তুলেয়া নিয়াছে হরেক রকম নেশা|
সত্য পথে নেই কেহ আর-যেন মিথ্যা সবার পেশা,
তবে মিথ্যাগামী শতকের চেয়ে-এক সত্যগামী খাঁশা|


মাগো তোমার মাটিতে মিশেয়া আছে লাখো শহীদের রক্ত,
অসাধুগন সেই মাটিকে করিতেছে অপবিত্র|
কেবা আছো আসল মানুষ কোথায় সু-মনুষত্য,
থেকোনা আর একলা তুমি-আবারও জয় বাংলায় হয় একত্র|


আবারো চালাও হাতুড়ি কামান আবারো কর যুদ্ধ,
অসাধুকে ধ্বংস করে দেশকে কর শুদ্ধ|
দেশকে কর শুদ্ধ|