আকাশ কাঁদিলে বৃষ্টি পড়ে,
বাতাস কাঁদিলে শন শন করে।
গাছ কাঁদিলে ঝরে গাছের পাতা,
চোখ কাঁদিলে ভিজে চোখের পাতা।
মাটি কাঁদিলে অঙ্গ যাই ফেটে,
পাখি কাঁদিলে ডানা দেয় মেলে।
রাত কাঁদিলে চাঁদ যায় নিভে,
বন্ধু কাঁদিলে বেল যায় ডুবে।
দিন কাঁদিলে অস্ত্র যায় সূর্য-
না মানে বাধা,
মানুষ কাঁদিলে অশ্রু যায় ঝরে-
মানে না বাধা।
সিংহ কাঁদিলে করে গর্জন,
মন কাঁদিলে সুখ-দুঃখ করে বর্জন।