রুপসি মেঘলা থেকনা একলা দূরে,


তোমার জন্য আকাশের হৃদয়-বিনা অনলে পুড়ে।


প্রেমের বৃষ্টি করলে সৃষ্টি-আকাশের হৃদয় জুড়ে,


মাঝ পথে মেঘের রথে-যেওনা তুমি উড়ে।


কিসের এত অভিমান-বলো কিসের অহংকার,


তোমার প্রেমে পড়ে-আমার জীবনটাই ছার খার।


প্রেমে পড়লে ধংস জীবন-বলছে লোকে বার বার,


তখন তুমি ঠিকি বলছো;"আমি শুধু তোমার!"


কোথায় গেলো শপথ তোমার? কোথায় মিষ্টি কথা?


কেনো এখন বিনাদোষে-দিচ্ছো আমায় ব্যাথা।


কেনো করো মন্দ চিন্তা-কেনো যথা তথা?


তোমার জন্য দিতে রাজি প্রান-জানে ঐ বিধাতা!


তোমার মৃত্যু চায়না আমি-চায় সদা তোমার খাসা,


আমার কথা কেন বুঝনা-কেন বুঝনা মনের ভাষা?


সত্য যদি হয় পৃথিবী-সত্য আমার ভালোবাসা,


তোমায় নিয়ে ঘর বাধবো-এটাই আমার শেষ আশা।