ফাগুন মাসে লাগলো আগুন-
বাংলা মায়ের গায়।
সে আগুনে ধমকে উঠল দামাল ছেলেরায়।
চমকে উঠল মায়ের বুক-
ধমকে উঠল ছেলে।
এমন আগুন কেমন করে-
নিভাইবে সেই ছেলে।


অবশেষে আগুন নিভাই-
তাজা রক্ত ঢেলে।
দিনটি ছিল ফাগুন মাসের কৃষ্ণচূড়া লাল।
হঠাৎ করে ভেঙে গেল-
বাংলা ছেলের ঢাল।
তবুও তো পায়নি ভয়,
বাংলা ছেলের বুকে।
বুকের তাজা রক্ত ঢেলে,
মোদের রেখেছে সুখে।


হানাদার সেই বাহিনীরা,
বাংলা মায়ের ভাষা নিতে চাই কেড়ে।
বুকের তাজা রক্ত দিয়েছে,
দেয়নি ভাষা ছেড়ে।