ছু মন্তর, ছুহ
দিলাম এবার ফুঁ …!

ঘুম পাড়ানি মাসি পিসির
ঘুম-টা চোখে নেও
ঘুমের ঘোরে রইল সবাই
আসলো ঘরে দেও,
ঘুম পাড়ানি মাসি পিসি
সবার চোখে ঘুম
খোঁয়াড় ভেঙ্গে ছাগল উজাড়
কংস মামার চুম।

আজব দেশে গজব নামে
আজব আজব খেলা
স্রোতের তোড়ে বসত ভাঙ্গে
যাচ্ছে চলে বেলা,
ঘরের পরে আঙ্গিনাতে
জোনাক জ্বলার ক্ষণ
কুল হারানো ঘর হারানো
ভীষণ পোড়া মন।

মাসি পিসি নিজেই ঘুমে
রাক্ষসের মুখ ভার
চাটার দলের হিসাব হবে
আর পাবে না পার।

ছু মন্তর, ছুহ
দেও ছাড়ানো ফুঁ …!

ফিরোজ, মগবাজার, ১৪/১০/২০২০