টলেমির নিবুনিবু জীবন প্রদীপ
স্বাধীনতার সূর্য বুঝি হেলে পড়ছে পশ্চিমে
হে ক্লিওপেট্রা, প্রিয় দুহিতা ! তুমি আমার উত্তরসুরি হও


হে পিতা ! কথা দিলাম স্বাধীনতা ধরে রাখবো
শেষ বিন্দু রক্তেরও প্রয়াস থাকবে
প্রয়োজনে মায়াজাল বিছিয়ে দেবো
দ্বিধাহীন ছুড়ে দেবো সকল বাধা
আমার দেশ আমার প্রাণস্পন্দন
স্বাধীনতা আমার …, এবং আমার প্রিয় ভূমির … !


এ কালের ক্লিওপেট্রা অন্যরকম !
আহত হায়েনা সদৃশ
মস্তিষ্কের বিদ্যুৎ শিহরনে একটি শব্দের অনুরণন
প্রতিশোধ …, প্রতিশোধ … !
নিষ্ঠুরতায় পথের কাঁটা অদৃশ্য
মায়াজাল বিছিয়ে মসনদ আঁকড়ে ধরে
ক্ষুত-পিপাসায় নিজ দেশের মানচিত্র খাবলে ধরে
একটি ধ্বনি-প্রতিধ্বনি মগজে
“মসনদ আমার …! মসনদ আমার … !”
দরকার হলে বিলিয়ে দেবে সব !


ফিরোজ, দিলকুশা, ১৭/১০/২০১৯