এবার তবে ছাড়বো নাকো
আর কখনো হারবো নাকো
বাধ-বিষাদের পাহাড় ঠেলে
শক্ত পাথর গরল ঢেলে
ভাঙবো আগল ভাঙবো তালা
মিটিয়ে দেবো সকল জ্বালা
পথ ভোলা দ্বার বন্ধ হবে
ফুলবাগিচার গন্ধ রবে
আঁধার চিরে ভোরের দেখা
দিনালোকে ভুবন আঁকা ।


ফিরোজ, দিলকুশা, ১৭/০৯/২০১৯