জবর দখল গদির দখল
দেশ ভালোবাসলি না
সুঁই ফুটালি, হুল ফুটালি
ফুলকে ফুটালি না ।

ভণ্ড কথায় আণ্ডা গিলাও
ডাণ্ডা-বেড়ি পায়ে
লাঠির আঘাত, রাবার বুলেট
ফোস্কা পড়ে গায়ে ।

রাজনীতিরই রঙ্গমঞ্চে
কুটিল থাবায় বঙ্গ
জং ধরেছে, সঙ সেজেছে
যায় জ্বলে যায় অঙ্গ ।

মুক্তিযুদ্ধ বণিক-খাতায়
সত্যমুখ আজ বন্দ
স্বেচ্ছা-তন্ত্রে গণতন্ত্র
ভনভনাভন গন্ধ ।

গুপ্ত কথা পাপের চুক্তি
বাধামুক্ত পথ খোঁজে
পথের কাঁটা মুক্ত ভেবে
আপন সুখে চোখ বোজে ।

ফিরোজ, মগবাজার, ০২/০৮/২০১৮