মহাসভার মহামন্ত্র
শোনো তবে রাজাই গল্প
ঠোঁট করোনা ঈষৎ বাঁকা
বলে যাবো অল্প অল্প ।


বল্গাহারা দানব তারা
হাতে হাতে আজব যন্ত্র
পড়লেগো পা সর্বনাশা
ঘাড়ে ঘাড়ে হলুদ তন্ত্র ।


মুখে তাদের বাক পটুতা
হায় জনতা মরণ দশা
কী করেছে কেমন হালে
কামড়ে দিল ডেঙ্গু মশা ।


শহর জুড়ে গুনগুনানি
জ্বরে জ্বরে গরম ছোটে
জলে তলে মসলা ছিটায়
জনে জনে হেঁচকি ওঠে ।


তন্ত্রশাপে শরমহারা
নাদুস-নুদুস সুসজ্জিত
পুকুর চুরি সাগর চুরি
নয়-গো মোটেও লজ্জিত ।


মদনা চোরা বদনা চোরা
বুক ফুলিয়ে হিরোতে সাজ
ফুটকি তালে মুচকি হাসে
মইয়ের তলে হারালো লাজ ।


ফিরোজ, মগবাজার, ০৯/০৯/২০১৯