অনামি ফুল
            ************
  
    আসা যাওয়ার পথের ধারে---
          ফুটে ছিলাম অবহেলায়,
              নাম না জানা ফুল
                        আমি----
    ছিলনা বাহার,চোখ ধাঁধানো রঙের
        অভাব ছিলো, মনমাতানো
                  গন্ধের-----
    পথ চলতে কেউ বা--
          থমকাতো ক্ষনেকের তরে,
    কেউ বা চলে যেতো মোরে--
                অনদেখা করে।


    কোকিল ডাকা এক বসন্তে,
            এসেছিলো সে------
     মুগ্ধ দৃষ্টি মেলে
            দেখেছিলো,চিনেছিলো--
     পবিত্র,সিন্গ্ধ এ পুষ্প----
             দেওয়া যাবে দেবতারে,
      সযতনে তুলে নিলো
                আপনার করে!!!


   ###########
                       শম্পা দত্ত