চিনতে কি পারো তুমি! আমি সেই কবি
যারে তুমি পরিয়েছো ;বেদনার মালা
ছল তোমার বুঝিনি; আমি এক কালা,
এখন আমি তোমার উপরের রবি!
আমি অতিসাধারণ; ছিলাম তো ছেলে
ভালোবাসা পাবো বলে বাড়ালাম হাত
বুঝিনি যে আমি ব্যর্থ, পাইলাম ক্ষাত
তাই বলে দিলে তুমি, পৃষ্ঠ থেকে ঠেলে!!


তবু আমি আছি বেঁচে, কবি হয়ে রবি!
থাকবো আমি চিরদিন মস্তক শীর্ষে
পড়বোনা আর জালে; প্রেম নিয়ে গর্জে,
কারণ প্রেম যে হয় ব্যর্থতা সবই!
এখন যে আছি আমি ;অন্য এক স্রোতে
তোমার থেকে যে দূরে;অন্য কারো পাতে!!


রচনাকাল:
মঙ্গলবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-১২ই পৌষ,তাং-২৭:১২.২০১৬
স্থান-কান্দি ছাত্রাবাস(বিদ্যার্থী ভবন)
সময়-রাত্রি ৭:০৭ মিনিট


(শ্রদ্ধেয় /শ্রদ্ধেয়া সকল কবিদা ও কবি বন্ধু  এটি আমার প্রথম সাধু ও চলিত ভাষার সংমিশ্রণে আদ্ধাত্মিক ভাবনা নিয়ে লেখা,,,,
সনেটটির ছন্দমিল হল-ABBACDDC & EFFEGG,,তবে যদি কিছু ভুলত্রুটি হয়ে থাকে তাহলে আপনার ছোট ভাই মনে করে একটু বুঝিয়ে পড়িয়ে নেবেন।
ধন্যবাদ,, সকলে ভাল থাকবেন)