এই দুনিয়ার মায়াজালে কেটে যাবে বেলা
জীবন গড়ার সময় তুমি করছো রঙ্গ মেলা,
মুখোশধারী সঙ্গী নিয়ে খেলছো শত খেলা
অবশেষে তারাই তোমায় করবে অবহেলা।


ভাবছো তুমি আপন হয়ে ডাকছে তারা সবে
সঠিক করে বলো তুমি বন্ধু পেয়েছো কবে?
ভালো বন্ধু খুঁজে নিও জীবন সহজ হবে
তাদের তরে কর্ম গুলো বেঁচে থাকে ভবে।


যদি তোমার প্রচেষ্টাতে ঘুরে জীবন চাকা
পাবে তোমার উজ্জ্বল ছবি তাদের দ্বারা আঁকা,
তখন তোমার ডানে বামে থাকবে না ফাকা
একসময়ে তোমার দেয়া দুঃখও যাবে ঢাকা।


জেনে রেখো আপন কাজে হয়না কোনো লাজ
পড়ার সময় পড়বে তুমি খেলা নেইরে আজ,
রুটিন করে সঠিক পথে করলে তুমি কাজ
কর্ম তোমার ভালো হবে পড়বে মাথায় তাজ।


৩১ জানুয়ারি ২০২১, একেপি