সাধ্য কি আর আছে আমার
লেখতে নবী নিয়ে,
অগোছালো ছন্দে কেবল
জোড়াই আমার হিয়ে।


চরিত্র যার আজীম ছিলো
বংশ সবার সেরা,
সেই নবীর ছোঁয়া পেয়ে
ধন্য গুহা হেরা।


জন্ম রাতেই মা আমিনা
থেকে অন্ত পুরে,
হাজার মাইল দুর পর্যন্ত
দেখেন নবীর নুরে।


দুগ্ধ দানে মা হালিমা
নিয়ে গেলেন যখন,
অলৌকিক কতো ঘটনা
দেখেন তিনি তখন।


বালক কালেই নবী ছিলেন
সব মানুষের আপন,
আল আমিন, সাদিক নামে
করতো তারা জপন।


স্পর্শে যারা এসেছিলো
পরশপাথর হলো,
দো-জাহানে শান্তি পেতে
তাঁরই পথে চলো।


১১১১২০, সুনামগঞ্জ - সিলেট...... হাইওয়ে