এ রাতের গভীরতায় তুমি শীতার্ত  প্রতিভা----
কতটুকু ঘুমের আছর টেনে
হয়েছ আবেশ ; পলাশের রক্ত রাঙা ভোর
আগমনী ফালগুন সজীবতায়
হৃদয় মন্দিরে তোমার কতটুকু যোগাবে সচল
অনুমান করতে পারি, জানি  ;
তোমার খুব কাছের মানুষ বলে------


তোমার স্বপ্নের ফুলগুলো
আমাদের কাননে তাই অযুত স্বপ্নের জাল বুনে চলে
ইদানিং বেড়ে ওঠা সাফল্যের তারে


সত্যি সত্যি এই তিলোত্তমা আকাঙ্ক্ষার কাছে
তোমার পথ চাওয়ার একান্ত অবসান হবে
কাল সূর্য ওঠার লগনে।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
রচনা  ৩০ শে মাঘ১৪০১বঙ্গাব্দ
ইং ১২/০২/১৯৯৫
সোনাডাঙ্গা, খুলনা