কতবার আগলে রেখেছি মন
এই সবুজে শ্যামলে মিশে হয়েছি প্রেমিক
আগুন উত্তাপ ঠেলে বেসেছি ভালো
আমার সোনার দেশ ও অগুনতি কৃষক শ্রমিক।
কতবার হারিয়েছি মন, মনের অধিক
হৃদয়ে রেখেছি গেঁথে, পাখিদের মুগ্ধ কলরোল
আকাশের অলীক নীলিমা ছুঁয়ে, তারাদের আলো ঝিকমিক।
কতবার দেখেছি স্বপন
বৃথা কোন শব্দ নয় বাক্য নয় শুধু কবিতায়
এদেশের বুকচিরে বিছানো গালিচায়
লিখবো একাত্তর
আর
পঞ্চাশ অক্ষরে জুড়ে নেবো সমস্ত নাগরিক চত্তর।