বাবা রোপন করে দিয়েছিল তার আনন্দ
আমারই মায়ের আনন্দ গর্ভে
আর এভাবেই জন্মালাম আমরা ক' ভাই-বোন.....


মহেঞ্জোদারো, হরপ্পা থেকে পুণ্ড্র, রাড়, বঙ্গ, সমতট
কিংবা অশোক বিম্বিষা,গঙ্গা,হিমালয়ে মহাকাল ধরে হেঁটে গেছি আমি আমরা।


প্রকৃতি ধরে হাঁটতে হাঁটতে যুদ্ধ শিখি, কলাকৌশল শিখি, লোভ, হিংসা, ধ্বংস শিখি
গৌতম বুদ্ধ, রামায়ন, মহাভারত, কোরআন শিখি।


রক্ত মগজে পা রেখে বাড়তে বাড়তে
আজ আমি রাজা-রাষ্ট্র-রাজনীতি চাষ করি
সবাই,সবকিছ চেনে,
আমিও আমাকে চিনি, অন্য কাউকে চিনি না।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,১৩/০১/২০২১