ঠিকানা তোমার ভুলেই গেছি আগের
মধুমতী ধরে হাঁটাহাটি ছিল ঢের
মৃদু ভালোবাসা অবাক চাহনি সেই
ভুলতে পারিনা ভুলিনাই কিছুতেই।


সেদিনের সেই শিহরণ মনে পড়ে
হাতের লেখার চিঠি অপূর্ব অক্ষরে
কী দারুণ কথা! কী দারুণ আশাবাদ
জীবন মরনের সঙ্গী হবার সাধ।


ছিল রান্নাবাটি খেলাধুলা চলাফেরা
হাটুজল ঘিরে গামছায় মাছ ধরা
আহা! সেই দিনগুলি নাই নাই আর
নাই চোখাচুখি খুনসুটি কারবার!


কচি মনে সেই নিদারুণ ছবি আঁকা
আজ কেন যে এমন আঁধারে ঢাকা!
আবার কী তুমি আসতে পারোনা কাছে
বেঁচে থাকি দুইয়ে একান্ত  নিঃশ্বাসে ?


ভীরু মনে আসি ভীরু মনে যাই থেমে
এসো ফিরে যাই কিশোর বেলার প্রেমে
এসো ঘুরে আসি মেঠো পথ ধরে গাঁয়
তৃষা দূর করি বসি তরু লতা ছায়
এসো ফুল তুলি মালা গাঁথি এই প্রাতে
জীবন কাটুক হেসেখেলে এক সাথে
বলো ভালোবাসি, ভালোবাসি দেশ ভাষা
এইতো ঠিকানা এইতো আমার আশা।


এমন ঠিকানা তুমি আর আমি মিলে
সুখে দুঃখে এসো গড়ে তুলি তিলে তিলে।
★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,