১)
এই বেলা উদর ভরি
ওইবেলা জোটে যদি খাবো
তবু তখতে বসা রাজার কাছে
ক্ষুধার অন্ন কখনো না চাবো।


২)
কতকাল কেটে গেলো মারী মড়কের
কত চেনা মুখ গেলো কবলে তাহার
এর মাঝে রাতদিন কাটে একসাথে
হা ঈশ্বর তুমি যদি রাখো নুন ভাতে!


৩)
ধানক্ষেত
ঝলসে গেছে বলে ঝলসাবে না মন
ও'লো চাষী, চাষ কর দুঃখ বিনোদন
মেলে ধরো শক্ত করে হাত সাহসীর
বুনে চলো প্রতিক্ষণে স্বপ্ন আগামীর।
************************