মধু মাস জ্যৈষ্ঠ শেষ হয়ে আসে
সুগন্ধে জাগে যে প্রভাত
আলোর আকাশগঙ্গা রাত্রিতে ঢালে কত উল্কার প্রপাত।
*
ওষ্ঠের পরশেই তেতে ওঠে হিম ধরা দেহ
বসন্ত হাওয়া লাগে
চোখের ক্লান্তি তবু দেখে নাই কেহ।
*
যুদ্ধের জানালাতে অন্ধকার রাত নেমে আসে
আশ্বাসে বেঁচে থাকি
জীবনটা তবু যদি স্রোতের শ্যাওলার মতো ভাসে।
*
এলে তুমি! ভাবনায় পাই
তাহলে সময় নেই, এসো তবে তুমি আমি
বন্ধুর পথে হেঁটে যাই।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,