বেশ আছি এই তো!


ব্যাঙেদের সর্দি হলে বসে বসে কান চুল্‌কায় দরদি নাপিত...।
খুর কাচির সংসারে আবছায়া আলোর মাতম
ধীরে ধীরে ক্ষয়ে যায় ভরা পূর্ণিমার চাঁদ
নিশি কুটুম্ব খোঁজে অমাবস্যার শীত।


সেও তো কোন কালে রাখালের ঠাই
হয়েছিলো, গেরস্তের চৌচালা টিনের বারান্দায়,
হেশেলে অচ্ছুত আজো সে...,
কোজাগরি জ্যোৎস্নায় ভেসে গেছে
ব্রাহ্মণের সোনালি অতীত।


এখন রাজপথে সরোষে বুটজুতো পরে হাটে
হায়েনার নাতি,
কাঙাল কৃষক অবলীলায় চেয়ে চেয়ে দেখে
স্বৈরাচারের ফুলে ওঠা বুকের ছাতি।


আমাদের কালে বুকের উপর চেপে থাকা
জগদ্দল পাথর আর নির্লিপ্ত নাপিতের
কান চুলকানোর আসর... জমিয়ে রসিয়ে
পান করে রঙের অমৃত, বেশ আছি এই তো!


বেশ আছি এই তো!


We’re still so happy!


When the frogs have runny nose, the impotent barber sits down and scratch his ears.
The mourning of the dim light in the family of razors and scissors, the full moon’s bright shadow slowly eroding, the thugs searching the night of dark moon.


It was long ago the slave took shelter in the verandah of land lord’s tiny tin shed,
he is still  forbidden in the kitchen..., the golden past of the Brahmin has been washed away by the trickling moonlight.


Now the grandson of the hyena wearing boots, march past on the highway, the poor
peasant looking at the swollen chest of dictatorship in desperation.


In our era we can’t move the heavy solid rock on our chest, but making friendship with the impotent barber and drink coloured ambrosia, feel like we’re too happy.


We’re still soooo happy!